কক্সবাজারের উখিয়া থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটকের দাবি করেছে বিজিবি। শুক্রবার কক্সবাজার ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক কর্নেল মো.মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ
আটক মো. আবুহেনা মোস্তফা কামাল (২০) উখিয়ার বালুখালির রহমতের বিল গ্রামের বক্তার আহমেদের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির কাস্টমস মোড় সিএনজি স্টেশনে অপেক্ষা করতে থাকে। আনুমানিক ভোর সাড়ে ৪ টায় একটি ইজিবাইক বালুখালী থেকে উখিয়া যাওয়ার সময় চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবি তল্লাশি করে তার কাছ থেকে ওই ইয়াবা জব্দ করে।
আরও পড়ুন: সিলেটে ইয়াবা জব্দ, গ্রেপ্তার২
এতে আরও বলা হয়, আটক মাদকের বর্তমান বাজার মূল্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন গত ১ জানুয়ারি ২০২২ থেকে ২ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৭৪ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা মূল্যের ৫৮ লাখ ৪ হাজার ২২২ পিস বার্মিজ ইয়াবা; ৭০ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১৪ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস); ২ কোটি ৭২ লাখ ৯১ হাজার ৬৮৭ টাকা মূল্যের ৩ হাজার ৩২৩ দশমিক ৫৭ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার এবং স্বর্ণালংকারসহ মোট ২৪৬ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার ২৮৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও স্বর্ণালংকার জব্দ করেছে। এসময়ে তারা মোট ৭৮ জন আসামি আটক করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে আটক ৩, ইয়াবা জব্দ