কক্সবাজারের চকরিয়ায় ১৯১ টি চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটকের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- ফাঁসিয়াখালীর মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম এবং বরইতলীর শাহজাহানের ছেলে আবু তাহের।
আরও পড়ুন: ১০ বছর আত্মগোপনের পর মিরপুরে ২২ মামলার আসামি গ্রেপ্তার
ওসি জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার একটি শপিং কমপ্লেক্সের লাইভ টেলিকম-১, লাইভ টেলিকম-২, লাইভ টেলিকম-৩ নামের তিনটি মোবাইলের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯১ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার মূল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা।
তিনি আরও জানান, এ সময় জড়িত তিনজনকে আটক করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার আসামিরা পুলিশের কাছে স্বীকার করেন যে দেশের বিভিন্ন স্থান হতে চোরাই মোবাইল কারবারিদের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা-বেচা করে আসছিলো।
আরও পড়ুন: খুলনায় বিএনপির ৮৩৫ নেতাকর্মীর নামে ১৪ মামলা, ৮৯ জন কারাবন্দী