জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, রবিবার থেকে এই ঘোষণা কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব অঞ্চলে সংক্রমণের ঝুঁকি বিবেচনা করে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণ ছুটি কেবলমাত্র ‘রেড জোনে’ কার্যকর হবে।
আরও পড়ুন: বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ছাড়িয়েছে
রেড জোনে বসবাসকারী যেকোনো খাতের সকল চাকরিজীবী এই সাধারণ ছুটির আওতায় থাকবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ১০ নং ওয়ার্ডের উত্তর কাট্টালি এলাকা (বিসিক শিল্প অঞ্চল ব্যতীত) এ ঘোষণার আওতায় থাকবে। এখানে ছুটি চলবে ৮ জুলাই পর্যন্ত।
বগুড়ার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলি, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, থানথানিয়া, হরিপাড়ী এবং কলোনী এলাকায় এই ছুটি কার্যকর থাকবে ৫ জুলাই পর্যন্ত।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ এবং ৭ নং ওয়ার্ড আগামী ৮ জুলাই পর্যন্ত এই ঘোষণার অধীনে থাকবে।
আরও পড়ুন: সৌদি আরবে আটকেপড়া ৩৮৬ বাংলাদেশি দেশে ফিরেছেন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদর, বড়মচাল, কাদিপুর ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার কয়েকটি জায়গায় সাধারণ ছুটি কার্যকর হবে।
এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের কয়েকটি এলাকা ২ জুলাই পর্যন্ত ছুটির আওতায় থাকবে।
হবিগঞ্জে, হবিগঞ্জ পৌরসভার ৬ এবং ৯ নং ওয়ার্ড; দেওরগাছ, উবাহাটা, রানীগাঁও, এবং চুনারুঘাটের সদর পৌরসভা; আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন; এবং মাধবপুর পৌরসভা এলাকা ৯ জুলাই পর্যন্ত সাধারণ ছুটির আওতায় থাকবে।
মুন্সীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের মঠপাড়া এলাকায় ২ জুলাই পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।
কুমিল্লা সিটি করপোরেশনের ৩, ১০, ১২ এবং ১৩ নং ওয়ার্ডের আওতাধীন সকল এলাকায় ৩ জুলাই পর্যন্ত ছুটি কার্যকর থাকবে।
এছাড়া রেড জোনের আওতায় থাকা যশোর ও মাদারীপুরের বেশিরভাগ এলাকায় কঠোর লকডাউন থাকবে।