অবৈধভাবে ময়লা ফেলার ট্রাক বরাদ্দ নিয়ে অন্য কাউকে চালাতে দেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত এবং এক জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ উপায়ে ট্রাক বরাদ্দ নেয়ার অভিযোগে পরিচ্ছন্নতাকর্মী মো. হারুন মিয়া এবং ড্রাইভিংয়ে সহায়তার জন্য মো. আব্দুর রাজ্জাককে বরখাস্ত করা হয়েছে।
করপোরেশনের আরেক চালক মো. ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং অবৈধভাবে বরাদ্দকৃত একটি ট্রাক অন্য কাউকে চালাতে দেয়ার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
আরও পড়ুন: ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় মৃত্যুতে তদন্ত কমিটি
ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বহীনতার কারণে বুধবার নগরীর গুলিস্তান এলাকার গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় ময়লার ট্রাকের ধাক্কায় নটরডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ডিএমপির মতিঝিল রেঞ্জের উপ-পুলিশ কমিশনার মো.এ আহাদ জানান, ওই এলাকায় টহল পুলিশ চালক রাসেল খানকে আটক করে ট্রাকটি জব্দ করেছে।
এ ব্যাপারে নাইমের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, রাসেলকে ডিএসসিসি চালক হিসেবে নিয়োগ দেয় হয়নি এবং তার কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই।
ডিএসসিসির চালক হারুন রাসেলকে তার অনুপস্থিতিতে গাড়ি চালাতে দিতেন বলে জানান তিনি।
আরও পড়ুন: এবার ডিএনসিসি’র ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর