পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাকার্তায় বাংলাদেশি মিশনের ডেপুটি চিফ কাজী আনারকলির বিরুদ্ধে আনা সব অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে সরকার।
তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তার সত্যতা পাওয়া গেলে আইন অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।
প্রতিমন্ত্রী মাদকের সঙ্গে একজন কূটনীতিকের সম্পৃক্ততার অভিযোগককে ‘বিব্রতকর ও দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
শাহরিয়ার আরও বলেন, ইতোমধ্যে ওই কূটনীতিককে দেশে ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মানবাধিকার প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চাইবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী