কারখানায় কর্মরত শ্রমিক এবং তাদের পরিবারকে দ্রুত কোভিড-১৯ টিকাদানের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একটি পৃথক কর্মসূচি প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আরও পড়ুনঃ টিকা বিক্রিতে জড়িত থাকলে ব্যবস্থা
এসময় প্রধানমন্ত্রী দুটি টিকার ডোজের মধ্যে বিদ্যমান দুই মাসের ব্যবধানকে কমিয়ে আনা সম্ভব কি না সে ব্যাপারেও বিশেষ নির্দেশনা দিয়েছেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘আজ কারখানা শ্রমিকদের নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাক্ষরিত একটি চুক্তি অনুসারে বাংলাদেশ সিনোফার্ম থেকে ছয় কোটি ডোজ ভ্যাকসিন পাবে, তাই প্রধানমন্ত্রী তাদের একটি পৃথক কর্মসূচির আওতায় এনে শ্রমিকদের দ্রুত টিকা দেয়ার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুনঃ দেশে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ টিকা
এছাড়া, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি নিজেই বিষয়টি তদারকি করবেন।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু শ্রমিকদেরই নয়, তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেয়ার নির্দেশ দিয়েছেন।