বাংলাদেশের ওপর কিছু দেশের অসন্তুষ্টের কারণ খুঁজে বের করে সমাধানের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। কিছু কারণে কিছু দেশ অসন্তুষ্ট থাকতে পারে, আমরা কারণগুলো খুঁজে বের করব এবং সমাধানের চেষ্টা করব।’
সাংবাদিকদের সঙ্গে নববর্ষের ভাবনা বিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘কারও সঙ্গে শত্রুতা নয়,সকলের সঙ্গে বন্ধুত্ব’ এ মূলনীতি মেনে চলার চেষ্টা করে সরকার।
আরও পড়ুন: রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন প্রত্যাশা বাংলাদেশের
‘নিরপেক্ষতার নীতি বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব’, যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন তার দল আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী এবং খুব কম দেশই গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনসহ গত বছরে অর্জনের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বার্লিনের সমর্থন চায় ঢাকা
তিনি বলেন, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানে সরকারের প্রচেষ্টা থাকবে।
রোহিঙ্গাদের স্বদেশে ‘দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন’ নিশ্চিত করার মাধ্যমে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ।
কক্সবাজার ও ভাসানচরে বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন: ব্লিংকেনকে লেখা চিঠিতে গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখার প্রত্যয় ঢাকার