রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন সেনানিবাসের নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেছেন।
জেলার মিঠামইন উপজেলার প্রকল্প এলাকায় রাষ্ট্রপতির আগমনে ইঞ্জিনিয়ার-ইন-চীফ (ই-এন-সি) মেজর জেনারেল মো. জুবায়ের সালেহীনসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
পরে নির্মাণকাজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। সেখানে বটের চারা রোপণ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হামিদ ২৭৫ একর সেনানিবাস এলাকা এবং এর সংলগ্ন আব্দুল হামিদ পল্লী প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন:ফজলে রাব্বির মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদের শোক
এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’ নির্মাণের কাজ পরিদর্শন করেন।
স্থানীয় সংসদ সদস্যরা হলেন- আফজাল হোসেন ও রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সম্পাদক সম্পদ বড়ুয়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, সেক্রেটারি (এমপি) মো. ওয়াহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্প প্রত্যক্ষ করতে এবং স্থানীয় প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে চারদিনের সফরে গত ২২ আগস্ট কিশোরগঞ্জে যান। বৃহস্পতিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন:রাষ্ট্রপতি আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উদযাপিত
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক