কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের চৌকিদার ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব উপজেলার গজারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছে এরফান আলী (৫৫) গজারিয়া ইউনিয়ন পরিষদের চৌকিদার ও মানিকদী চৌমুড়ী বাজারের মৃত আলাল উদ্দিনের ছেলে। এবং স্কুল শিক্ষার্থী আমিন মিয়া (১৩) গজারিয়া গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি সপ্তাহের বুধবার চৌকিদার এরফান আলীকে ভৈরব থানায় হাজিরা দিতে হয়। আজও তিনি বেলা সাড়ে ১১টা সময় থানার উদ্দেশে গ্রামীণ এম্বুলেন্স নিয়ে রওনা হন গজারিয়া ইউনিয়ন পরিষদ থেকে। গজারিয়া প্রাইমারি স্কুল এলাকায় আসার পর চলন্ত গাড়ির সামনে দিয়ে এক স্কুল শিক্ষার্থী দৌড়ে রাস্তা পাড় হওয়া সময় গ্রামীণ এম্বুলেন্সের (ইজিবাইক) চালক চৌকিদার এরফান আলী শিশুটিকে বাঁচতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুসহ পার্শ্ববর্তী মাদ্রাসার একটি ভবনে ধাক্কা দেয়। এসময় চালক এরফান আলী আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং আমিন মিয়া গুরুতর আহত হয়।
আরও পড়ুন: দিনাজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক এরফান আলীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় আমিন মিয়াকে ঢাকায় পাঠান। ঢাকা নেয়ার পথে আমিন মিয়া মারা যান বলে স্বজনেরা জানিয়েছেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত চৌকিদারে জন্য শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, সড়ক দুর্ঘটনায় চৌকিদার এরফান আলী ও আমিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থার কথা জানান তিনি।
আরও পড়ুন: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর