কিশোরগঞ্জের ভৈরব জংশনে জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৭
পুলিশ ও কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার কিশোরগঞ্জ জেলার ভৈরব রেল স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগিতে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১৭জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
বিকাল ৩টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলী এক্সপ্রেসকে পেছন থেকে আসা কার্গো ট্রেনটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানীতে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটি বাইরের লাইনে দাঁড়িয়ে ছিল।
উদ্ধারকারীরা জানিয়েছেন, যাত্রীবাহী ট্রেনের ছিন্নভিন্ন কোচের মধ্যে এখনও অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে একজন নিহত