কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম সদর থানা ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে সদরের যতিনেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য আইনজীবী ইয়াছিন আলী সরকারও রয়েছেন।
আরও পড়ুন: মিরপুরে রিভলবার ও চাপাতিসহ যুবক গ্রেপ্তার
জেলা জামায়েতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে রবিবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম সদরের যতিনেরহাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন জামায়াতের নেতা-কর্মীরা।
এদিকে মিছিল শুরুর আগেই দলটির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য আইনজীবী ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানা পুলিশ ৯ নেতা-কর্মী এবং উলিপুর থানা পুলিশ ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান ও উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, গ্রেপ্তার নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: খুলনায় হরিণের মাংস জব্দ, পল্লী বিদ্যুতের ২ কর্মী গ্রেপ্তার