কুড়িগ্রামের ফুলবাড়ীতে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) অগ্নিদগ্ধ গৃহবধূকে রংপুর মেডিকেল (রমেক) কলেজ হাসপাতাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়।
অগ্নিদগ্ধ সুফিয়া বেগম (৪০) উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দোলাটারী গ্রামের খয়রত আলীর স্ত্রী। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী।
আরও পড়ুন: পার্বতীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
অগ্নিদগ্ধ ওই গৃহবধূর ভাগনা একরামুল হক জানান, তীব্র শীতের মধ্যে সকাল বেলা ঘরের ভেতর চুলায় খড়ি দিয়ে রান্না করছিলেন। এসময় রান্নার ফাঁকে ফাঁকে হাতে তাপ নিচ্ছিলেন। কিছুক্ষণ পর পরনের কাপড়ে আগুন লেগে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান।
তিনি আরও বলেন, সেখানে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল ঘটনা নিশ্চিত করে জানান, থানায় অবগত করে ওই নারীর লাশ রংপুর হাসপাতাল থেকে নিয়ে এসে বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ফুলবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান বিষয়টি শুনে একজন উপ-পরির্দশক (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
আরও পড়ুন: কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু