হত্যা মামলায় কুমিল্লায় মোহাম্মদ কাইয়ুম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) জেলার অতিরিক্ত দায়রা জজ ফরিদা ইয়াসমিনের আদালত এই রায় দিয়েছেন।
এছাড়াও কাইয়ুমকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি দেবিদ্বার থানার কালু মিয়ার ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় আ.লীগ নেতা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন
রায়ে বলা হয়েছে, আসামি এই দন্ডাদেশের আগে যে সময়টা হাজতবাস করেছে, তা এই কারাদণ্ড থেকে বাদ যাবে।
মামলার এজাহার ও আসামির জবানবন্দি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৩ জানুয়ারি রাত ১২টায় ঘরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মুর্শিদা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে মুখে সাদা স্কচটেপ লাগিয়ে হত্যা করা হয়েছে। পরে এই ঘটনায় কাইয়ুমকে আসামি করে মামলা করা হয়।