কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত যাবার সময় ৩০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার খাড়েরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক হওয়া রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফের কুতুপালং ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা।
আরও পড়ুন: মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাঁচটি পরিবার অবৈধ ভাবে ভারতে পাড়ি দেয়ার চেষ্টা করে। এর মধ্যে ছয় জন পুরুষ,আট জন নারী এবং ১৬ জন শিশু। এসব রোহিঙ্গারা বুধবার সড়ক পথে যানবাহন পাল্টে-পাল্টে কক্সবাজার থেকে কুমিল্লা আসে। বৃহস্পতিবার তারা ভারতে প্রবেশের চেষ্টা চালায়।
ওসি আরও বলেন, সীমান্ত পাড়ি দেয়ার সময় খাড়েরা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে বুড়িচং থানা পুলিশের কাছে সোপর্দ করে।
তাদেরকে কক্সবাজারে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শিশু নিহত
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৯ রোহিঙ্গাসহ আটক ৩৩