কুড়িগ্রামের রৌমারীতে একজনের বাড়ির একটি সিন্দুক থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রৌমারী থানা পুলিশ।
গ্রেপ্তার মো. রকিব হাসান রফিক (৩৪) একই জেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: সরকারি গমের চালানে বালু-কংক্রিট: চুয়াডাঙ্গায় মামলা, গ্রেপ্তার ৩
এর আগে মঙ্গলবার ভোরে রফিকের বসত ঘরের সিন্ধুকের ভেতর থেকে এসব ইয়াবা জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ভোর রাতে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের মো. রকিব হাসান রফিকের বাড়ির একটি ঘর ও সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং তাকে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেপ্তার রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে নকল প্রবেশপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার ৩