খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের সদস্যরা।
সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্স দীঘিনালা জোনের সহযোগিতায় বৃহস্পতিবার দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করে।
আরও পড়ুন: আন্দোলনে আহতদের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সময় সেনাবাহিনী ৮০০ দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়। সেবা কার্যক্রমের আওতায় গাইনি, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন রোগের সেবা দেওয়া হয়।
এসময় খাগড়াছড়ি ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল ইসলাম, দীঘিনালা জোন কমান্ডার কর্নেল ওমর ফারুক চিকিৎসা সেবা পরিদর্শন করেছেন। এছাড়া কর্নেল ডা. সেতারা, মেজর ডা. আসিফ রুবায়েত, মেজর ডা. সাবিনা, ক্যাপ্টেন ডা. রাকিব, ডা. আশুতোষ চাকমা সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
এতে সেনাবাহিনীর পাশাপাশি খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা এই কার্যক্রমে অংশ নেন।
আরও পড়ুন: ফেনীতে বন্যার্তদের চিকিৎসা দেবে ১৪ স্বাস্থ্য ক্যাম্প
সাম্প্রতিক আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকারি হাসপাতাল: স্বাস্থ্য মন্ত্রণালয়