জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আর্নৌদ হামিলির্স বলেছেন, বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হওয়ার জন্য বড় পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, কৃষি খাতকে সক্রিয় রাখার জন্য আমাদের কার্যকর পদক্ষেপের প্রয়োজন। যেমন- উচ্চ ফলনশীল ফসল চাষ, এর বাণিজ্যিকীকরণ ও কৃষিজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি।
বৃহস্পতিবার আর্নৌদ হামিলির্স কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কৃষি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি গ্রাম্য ও জলবায়ু-সংবেদনশীল অঞ্চলের কৃষকেরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন সেসব নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: দ্রুত চালের উৎপাদন বাড়াতে রোডম্যাপ হচ্ছে: কৃষিমন্ত্রী
এ সময় দুই পক্ষই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার ওপর জোর দিয়েছে।
ড. হামিলির্স বলেন, আমাদের তরুণদের এসব কাজে সম্পৃক্ত করতে হবে এবং দক্ষ করতে হবে। এছাড়া এ কাজে বেসরকারি খাতকেও সম্পৃক্ত করতে হবে।
আরও পড়ুন: বিশ্বমানের প্যাকিং হাউজ ও ল্যাব স্থাপনে কাজ চলছে: কৃষিমন্ত্রী
যে কোনো মূল্যে আমাদেরকে চালের উৎপাদন বাড়াতে হবে: কৃষিমন্ত্রী