বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার অনুমতি না দিয়ে সরকার খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে সরকার এখন তাকে জীবন থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। এ জন্য তাকে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দিয়ে চায় না তারা।’
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি প্রদানের জন্য সরকারের ওপর চাপ বাড়াতে তারা শনিবার দেশব্যাপী গণঅনশন পালনের পর আরও কঠোর কর্মসূচি দেবেন।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগের জন্য তার পরিবারের আবেদন গ্রহণের সুযোগ নেই; আইনমন্ত্রী আনিসুল হকের এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এটা ডাহা মিথ্যা কথা।’
আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ ধারা অনুযায়ী, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার ক্ষমতা সরকারের আছে। ‘এমনকি সরকার চাইলে তাকে সাজা থেকেও সম্পূর্ণভাবে অব্যাহতি দিতে পারে।’
নয়াপল্টনে বিএনপির গণঅনশন
মির্জা ফখরুল বলেছেন, দেশব্যাপী গণঅনশনের অংশ হিসেবে শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সাত ঘণ্টা গণঅনশন করবেন তারা।
এ সময় তিনি বলেন, অন্য জায়গায় তারা এ কর্মসূচি পালন করতে চেষ্টা করেছিলেন। কিন্তু তারা অনুমতি পাননি।
ফখরুল বলেন, অন্যান্য মহানগর ও জেলা শহরে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।
৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে বাসায় নেয়ার ছয়দিন পর ১৩ নভেম্বর আবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদানের দাবি জানিয়ে ১১ নভেম্বর বিএনপি চেয়ারপার্সনের পরিবারের পক্ষে তার ছোট ভাই শামিম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, খালেদা জিয়া কি তা পারতেন: তথ্যমন্ত্রী