সরকারের প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির আবেদন জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণে খালেদা জিয়ার শারিরীক অবস্থা শোচনীয় উল্লেখ করে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এই আবেদন জানান।
আরও পড়ুন: হৃদযন্ত্র, কিডনির সমস্যায় জ্বরে ভুগছেন খালেদা জিয়া: ফখরুল
তিনি বলেন, খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ। গত চার বছর ধরে জেলে থাকার কারণে তিনি যথার্থ চিকিৎসা পাননি। তিনি নানা রোগে আক্রান্ত হয়েছেন। খুব শোচনীয় অবস্থায় রয়েছেন। ঢাকা উত্তরের বিএনপি শাখার আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ফখরুল বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসলাতালে ভর্তি করা হয়েছিলো। আল্লাহর আশীর্বাদে তিনি করোনা জয় করেছেন।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে এই বিএনপি নেতা বলেন, বর্তমানে খালেদা জিয়া কিডনি, লিভার এবং হার্টের সমস্যায় ভুগছেন। বাতের ব্যাথার কারণে প্রচন্ড ব্যাথার সমস্যায় রয়েছেন। সব মিলিয়ে তিনি খুব অসুস্থ।
আরও পড়ুন: খালেদ জিয়ার জন্মসনদসহ নথিপত্র হাইকোর্টে তলব
ফখরুল অভিযোগ করে আরও বলেন, খালেদা জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করলে সরকার তা নাকচ করে দিয়েছেন। এসময় তিনি খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য জনগনকে প্রার্থনার আহবান জানিয়েছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা এখনও আশঙ্কাজনক: ফখরুল
উল্লেখ্য, করোনা পজেটিভ হওয়ার কারণে ২৭ এপ্রিল ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তিনি করোনা নেগেটিভ হয়েছেন তবে এখনও বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছেন। গত বছরের ২৫ মার্চ করোনা মহামারীর মধ্যে বিশেষ আদেশের ভিত্তিতে সরকার ছয় মাসের জন্য খালেদা জিয়াকে জেল থেকে মুক্তি দেন।