রাজধানীর খিলগাঁও রেল গেইট এলাকায় মালবাহী ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহত ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরউত্তমপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। তিনি বাসাবো এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছে, করোনার সময় কাজকর্ম কম থাকায় ইলিয়াস বিষন্নতায় ভুগছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
স্থানীয়দের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে রেল লাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি মালবাহী ট্রেনের নিচে পড়ে ইলিয়াস দু'পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায়ও আঘাত পান। পথচারীরা তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে ইলিয়াসের পরিচিত আরেক ব্যাবসায়ী হাবিব এসে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে বারোটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ইলিয়াসের মেয়ে মিম বলেন, ‘বাবা সাইনবোর্ড লাইটিং এর ব্যবসা করতেন। করোনার সময়ে কাজ কর্ম কম থাকায় একটু বিষন্নতায় ভুগছিলেন। আজ সকালে বাসাবোর ভাড়া বাসা থেকে কাজে বের হন। পরে সংবাদ পাই তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।’