খুলনার রূপসায় আপন ভাইকে হত্যার অভিযোগে ইউপি সদস্য ইনতাজ মোল্লাকে (৬৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত ইসরাঈল মোল্লা ও গ্রেপ্তার ইনতাজ মোল্লা রূপসা উপজেলার পাচানী গ্রামের মৃত ইকলাস মোল্লার ছেলে।
র্যাব-৬ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের ঘোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে ইউপি সদস্য মো. ইনতাজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়। হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র্যাব।
আরও পড়ুন: রূপসায় ভাইয়ের হাতে ভাই খুন
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, গ্রেপ্তার ইনতাজ মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদ শেষে আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ইসরাঈল বাড়িতে অবস্থান করছে জেনে বড় ভাই ইনতাজ, ছোটভাই মারুফ ও বড় ভাইয়ের ছেলে সোহাগ পাঁচানি গ্রামে নিহতের বাড়ি আসে। তাদের চারজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনজন ইসরাইলের ওপর লাঠি ও ইট দিয়ে আক্রমণ করে। এ সময় ইসরাঈল জ্ঞান হারিয়ে ফেললে তাকে রেখে ঘাতকরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসরাঈলকে মৃত ঘোষণা করে।
এই ঘটনায় রূপসা থানায় ইসরাইল মোল্লার স্ত্রী বাদী হয়ে মৃতের বড়ভাই মো. ইনতাজ মোল্লা (৬৫), ছোট ভাই মো. মারুফ মোল্লা (৫০) এবং বড় ভাইয়ের ছেলে সোহাগ মোল্লার (২৫) বিরুদ্ধে হত্যা মামলা করেন।
আরও পড়ুন: রূপসায় কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার