খুলনায় ধর্ষণ মামলায় অভিযুক্ত এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারদাণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার আসামির উপস্থিতিতে খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ. ছালাম খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ গাজী (৪৫) খানজাহান আলী থানার মাত্তমডাঙ্গা পূর্বপাড়া এলাকার আব্দুর রহমান গাজীর ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে শিশু ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা নেই। বাবা রাজমিস্ত্রির সহকারী এবং তিনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কাজ করেন। সেই সুবাদে তার ১৬ বছর বয়সী মেয়ে ও আট বছর বয়সী ছেলেকে বাড়িতে একা থাকতে হয়।
২০১৫ সালের ১৫ অক্টোবর আসামি কিশোরীকে বাসায় ডেকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে আসামি ওই কিশোরীকে আরও কয়েকবার ধর্ষণ করে এবং কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাবা বাড়ি আসলে ঘটনাটি জানাজানি হয়। তিনি মাসুদের স্ত্রীকে বিষয়টি জানালে উল্টা তাদের হত্যার হুমকি দেয়া হয়।
আরও পড়ুন: রংপুরে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন
পরে স্থানীয়দের পরামর্শে কিশোরীর বাবা ২০১৬ সালের ২০ জুন বাদী হয়ে খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেন। খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান একই বছরের ১১ ডিসেম্বর মাসুদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।