গোপালগঞ্জ সদরে পুকুর থেকে এক মুদি ব্যবসায়ীর হাত বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খানারপাড় গ্রামের বাদশা শেখের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গাউজ দাড়িয়া (৪৫) ওই গ্রামের আজিম দাড়িয়ার ছেলে। তিনি দীর্ঘদিন গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের পাশে মুদির ব্যবসা করে আসছেন।
নিহতের বাবা আজিম দাড়িয়া বলেন, ‘গাউজ দাড়িয়া প্রতিদিনের মতো বুধবার রাতে বাড়ির পাশের দোকানে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে ৬টার দিকে আমার স্ত্রী দোকেনে গেলে দোকানের দরজা খোলা দেখেতে পায়। এরপর তাকে খুঁজতে থাকে।’
আরও পড়ুন: কর্ণফুলি নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
পরে স্থানীয়রা বাদশা শেখের বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহতের ভাই শহিদুল ইসলামের অভিযোগ, বুধবার সন্ধ্যায় দোকোনের পাওনা টাকা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে গ্রামের কাইয়ূম মোল্লার ছেলের ঝগড়া হয়। এর আগেও একবার ওর সঙ্গে ঝগড়া হয়েছিলো ওই সময় আমার আব্বা মিমাংসা করে দিয়েছিল। আমাদের ধারণা ওই বিবাদের কারণে আমার ভাইকে মেরে ফেলেছে।
আরও পড়ুন: নালিতাবাড়ীতে কার্টনে মোড়ানো ২ নবজাতকের লাশ উদ্ধার
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আশাকরি দ্রুততম সময়ে আমরা রহস্য উদঘাটন করতে পারবো।