ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বন্দর কর্মকর্তা মো শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
তিনি বলেন, ‘চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। শিমুলিয়ায় ২৫০ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।’
এদিকে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে দুটি রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।
বন্দর কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন সকাল থেকে শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌরুটে ৮৭ লঞ্চ ও ১০১ স্পিডবোট চলাচল করে। কুয়াশা কেটে গেলে আবার নৌযানগুলো চালু করা হবে।’
আরও পড়ুন: শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৩ দিন পর ফেরি চলাচল শুরু