ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়ামুকুন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াদ (১০) ওই গ্রামের জিয়া উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মতলব উত্তরে বজ্রপাতে কৃষক নিহত
রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, বুধবার সকালে জিহাদ বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়ানোর সময় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, শিশুটি বন্ধুদের সঙ্গে খোলা মাঠে ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়।
পরিবারের আবেদন ও স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।