চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকা থেকে ইয়াবাসহ উপল চাকমা (৪৫) নামে এক পুলিশ সদস্য ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে চমেক হাসপাতালের পূর্ব গেইটস্থ কেনটাকি রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার কনস্টেবল উপল চাকমা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর বিশেষ শাখায় কর্মরত আছেন। তার তিন সহযোগী হলেন-নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন,‘পুলিশ কনস্টেবল উপল চাকমাকে তিন সহযোগীসহ আটক করে র্যাব। তাদের কাছ থেকে পাঁচ হাজার ২৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মেডিকেল কলেজ পূর্ব গেইট এলাকায় অবস্থান করার সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে সিটিএসবির কনস্টেবল উপল চাকমাসহ চারজনকে গ্রেপ্তার করে।
শুক্রবার সকালে র্যাব–৭–এর ডিএডি মো. শহিদুল আলম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেছেন বলেও জানান উপকমিশনার।