চট্টগ্রাম মহানগরীর অলংকার এলাকায় চাঁদাবাজির অর্থসহ ৫ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন-চট্টগ্রামের আকবরশাহ এলাকার মো. হাবিব আহাম্মদের ছেলে মো. আজাদ (৩৪), কুমিল্লা সদর দক্ষিণ থানার সিদ্দিকুর রহমানের ছেলে মো. অহিদ (৩৮), ভোলার লালমোহনের মো. জামাল হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (৩০), চট্টগ্রাম রাউজানের গোপাল দের ছেলে নারায়ন দে (৫১) এবং চট্টগ্রাম মহানগরীর আবুল হোসেনের ছেলে মো. সিদ্দিক হোসেন (৪৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, নগরীর অলংকার এলাকায় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে-গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন। তাদেরকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।