মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে তিনজনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে জেল ও জরিমানা করেন। এছাড়া এ সময় প্রায় ২৭ হাজার মিটার কারেন্ট জাল, এক টন মাছ ও দুইটি নৌকা জব্ধ করা হয়।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজুল হাসনাইন জানান, মঙ্গলবার বিকালে দৌলতখানের মেঘনা নদী থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়। পরে আটক জেলে ইউছুফকে এক বছর কারাদণ্ড ও নয়ন নামে আরেক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহুয়া আফরোজ।
আরও পড়ুন: ভোলায় নদীতে ডুবে জেলের মৃত্যু
এদিকে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, বুধবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ মাছ বাজারে অভিযান চালিয়ে হারুন নামে এক মাছ বিক্রেতাকে আইন অমান্য করে নদীর মাছ বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।
তজুমদ্দিন উজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়া এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া ভোলা সদরে আড়াই হাজার মিটার, তজুমদ্দিনে পাঁচ হাজার মিটার, মনপুরায় পাঁচ হাজার মিটার, ও একটি মাছ ধরার নৌকা, চরফ্যাশন উপজেলায় ২৭ হাজার মিটার কারেন্ট জাল, এক টন মাছ ও একটি ট্রলার জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
আরও পড়ুন: মিতু হত্যা: আসামি ভোলার জামিন