চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বড়তাকিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে,নিহতরা সবাই মাইক্রোবাসে যাচ্ছিলেন। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা যায়, আর ছয় জন আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন যাত্রীবাহী মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার বলেন, ‘মাইক্রোবাসটিতে ১৭ জন যাত্রী ছিল এবং তাদের মধ্যে দুজনকে ওই এলাকায় নিয়োজিত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা নিরাপদে উদ্ধার করেছেন।
পুলিশ জানিয়েছে, আহত ছয় যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে।