চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের তিন কেজি ৫৮ গ্রাম আফিম পাচারকালে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কেরানীহাট ও বান্দরবান মহাসড়কের থেকে তাকে আটক করে র্যাব।
আটক সুমন তংচংগ্যা (২৮) বান্দরবান সদরের বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যা ছেলে।
সোমবার দুপুরে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: উত্তরা থেকে সিরিয়াল রেপিস্টকে গ্রেপ্তার করেছে র্যাব
এতে বলা হয়, শনিবার সাতকানিয়া কেরানীহাট ও বান্দরবান মহাসড়কের আফিম ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন তংচংগ্যাকে আটক করে র্যাব। পরবর্তীতে তার কাছে থাকা প্লাষ্টিকের ব্যাগ থেকে ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ১১ বছরে ধরে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: র্যাব
উদ্ধার হওয়া আফিমের আনুমানিক মূল্য তিন কোটি ৫৮ লাখ টাকা।
আইনগত ব্যবস্থা নিতে আটক যুবক ও উদ্ধার করা আফিম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।