চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১১০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)।পরে আমান উল্লাহ নামে এ যাত্রীকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আটক যাত্রী আমান উল্লাহ জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: শাহ আমানতে সাড়ে ৮ লাখ শলাকা সিগারেট জব্দ, আটক ২
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৬৩ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এসময় গোপন সংবাদ থাকায় আমান উল্লাহকে চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে সেখানে দায়িত্বরত এনএসআই টিম।
পরে ওই ব্যক্তির ব্যাগ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ১১০ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক আমান উল্লাহর বিরুদ্ধেও কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।