করোনা পরিস্থিতির উন্নতি হলে চলতি মাসের শেষের দিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা আশা করি এই মাসের শেষের দিকে পরিস্থিতির উন্নতি হবে এবং তখন আমরা স্কুল, কলেজ এবং অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দিতে পারব।’
রবিবার ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: এইচএসসি ও সমমানে পাসের হার ৯৫.২৬ শতাংশ
শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারির সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও শিক্ষার্থীরা তাদের সহকর্মী ও বন্ধুদের সাথে শ্রেণিকক্ষে থাকা থেকে বঞ্চিত হয়েছে। করোনভাইরাসে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।’
প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলে দেয়া যায়।
তিনি বলেন, সরকার সকল পর্যায়ের মানুষকে টিকাদানের আওতায় আনার ব্যবস্থা নিয়েছে।
ভ্যাকসিন নেয়ার ব্যাপারে মানুষের মধ্যে অনীহা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা করোনাভাইরাসের ভয়াবহ পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে সবাইকে টিকার ডোজ নিতে আহ্বান জানান।
পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী