জুনের দ্বিতীয় সপ্তাহে চীন সরকারের পক্ষ থেকে দ্বিতীয় দফায় উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া কোভিড-১৯ টিকার চালান দেশে আসবে।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন হুয়ালং ইয়ান শনিবার এক ফেসবুক পোস্টে বলেন,‘ ১৩ জুনের মধ্যে উপহার হিসেবে ৬ লাখ টিকা দিতে প্রস্তুত চীন সরকার।’
তিনি বলেন, 'আশা করছি আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা ওই তারিখের আগেই প্রয়োজনীয় টিকা পেয়ে যাবে।’
আরোও পড়ুন: করোনা মোকাবিলা: যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল সামগ্রী দেশের পথে
এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। এর ৯ দিন পর দ্বিতীয় দফায় আরও ৬ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দেয় চীন।
এদিকে, চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোফার্ম টিকার দাম প্রকাশের পর উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাংলাদেশ সরকার।
বিভিন্ন কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে পূর্ব নির্ধারিত দামে দেড় কোটি টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের জন্য নির্ধারিত দাম প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।
সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘চীনা ভ্যাকসিন নিয়ে বর্তমান পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করেছে। আমরা সমস্যা নিরসনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’
ইতোমধ্যেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।