ভারতীয় সীমান্তে গরু চোর সন্দেহে আব্দুস সালাম (৩৪) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে পঞ্চগড়ে সদর উপজেলার অমরখানা সীমান্তের বিপরীতে ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জের চাউলহাটি এলাকার বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে অফিসিয়ালি কোন পত্র না আসলেও পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে। তার বাড়ি পঞ্চগড়ে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
সাতমেরা ইউনিয়নের ইউপি সদস্য মিন্টু কামাল ও নিহত আব্দুস সালামের বড় ভাই আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।পরিবারের সদস্য, জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, আব্দুস সালামসহ কয়েক ব্যক্তি ভারতের ওই এলাকা থেকে গরু আনতে যায়। বিষয়টি টের পেয়ে ওই এলাকার নাগরিকরা গোটা এলাকা ঘেরাও করে রাখেন। এসময় সালামের সহযোগিরা পালিয়ে আসলেও সালাম তাদের হাতে ধরা পড়ে। ভারতীয়রা তাকে গণধোলাই দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গলা থেকে মাথা পর্যন্ত নৃসংশভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন:পেকুয়ায় হত্যা মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে একজনকে পিটিয়ে হত্যা
খবর পেয়ে ভারতের রাজগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়।
নিহত আব্দুস সালামের ভাই আলম জানান, আমার ভাইকে ভারতীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে আমাদেরকে জানানো হয়েছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, অফিসিয়ালিভাবে আমাদের কেউ এ বিষয়টি অবহিত করেননি। তবে শুনেছি বাংলাদেশি এক নাগরিককে খুঁজে পাচ্ছে না। আমরা বিষয়টির সম্পর্কে খোঁজ নিচ্ছি।