তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। ছাত্রদের ওপর ভর করে ফায়দা লুটার চেষ্টা করছে। তারা ছাত্রদের কালিমা লেপন করছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, রামপুরায় একজন ছাত্র নিহত ঘটনায় ছাত্ররা কোনো বাসে আগুন, ভাঙচুর করে নাই। এই ঘটনা কি দুর্ঘটনা না পরিকল্পিত ঘটনা; সেই রহস্য থেকেই যায়। তদন্তে বেরিয়ে আসবে কারা জড়িত। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিআরটিস বাসে হাফ ভাড়া আজ (বুধবার) থেকে কার্যকর করেছে সরকার।
এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেশির ভাগ নৌকার বিজয়। দ্বিতীয় বিদ্রোহী প্রার্থী। বিএনপি কৌশল অবলম্বন করে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে। কিন্তু আওয়ামী লীগ বেশি বিজয়ী।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি সরকার পতন না করা পর্যন্ত ঘরে ফিরবে না; এ বিষয়ে মন্ত্রী বলেন, তারা সাড়ে ১২ বছর এই হুমকি দিয়ে আসছে। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।
আরও পড়ুন: তথ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
সব মানুষের ডিজিটাল নিরাপত্তার জন্যই আইন: তথ্যমন্ত্রী
বিএনপিপন্থী চিকিৎসকেরাও খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি করছেন: তথ্যমন্ত্রী