প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং দেশের মানুষের ওপর আস্থা রাখে।
দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগের পক্ষে তাদের ম্যান্ডেট দেবে এবং দেশের শাসন অব্যাহত রাখার অনুমতি দেবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এক দশকেরও বেশি সময়ের শাসনামলে আওয়ামী লীগ দেশকে বদলে দিয়েছে। সরকার বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ দিয়ে করোনা মহামারির সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার এখন ৬ দশমিক ৯৪ শতাংশ, যেখানে মাথাপিছু আয় দুই হাজার ৫৯১ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
শেখ হাসিনা বলেন, মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে এবং সারাদেশে শতভাগ পরিবারকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সকল সুযোগ-সুবিধা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে।
বাংলাদেশে আর কেউ গৃহহীন থাকবে না এবং সরকার তা নিশ্চিত করবে বলেও এ সময় প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর
লবিস্ট নিয়োগে খরচ করা প্রতি পয়সার হিসাব দিতে হবে বিএনপিকে: প্রধানমন্ত্রী