বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর হ্রাস ও কর প্রত্যাহারের সুফল পাচ্ছেন ভোক্তারা। পর্যাপ্ত মজুদ থাকায় রমজানে কোনো পণ্যের সংকট হওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, প্রায় সব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে এবং তা অব্যাহত থাকবে। কারণ মন্ত্রণালয় অবৈধ মজুদ এবং বাজারে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে কাজ করছে।
রবিবার রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।