প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা শুরুর প্রাক্কালে ১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সোমবার সংসদে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের সব মানুষের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহের জন্য ১৫ থেকে ২১ জুন সাত দিন একযোগে জনসংখ্যা ও গৃহশুমারি পরিচালনা করবে।
জনগণ যাতে জনশুমারি ও গৃহগণনাতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে সেজন্য মন্ত্রী সংসদের সকল সদস্যের সহায়তা কামনা করেন।
সংসদের কার্যপ্রণালী বিধির ৩০০ ধারায় বক্তৃতাকালে জ্যেষ্ঠ এ মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, তিনি ব্যক্তিগতভাবে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের কাছে একটি ডেমি অফিসিয়াল (ডিও) চিঠি পাঠিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমি আবার সংসদে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি।’
আরও পড়ুন: বাড়ি থেকে অনলাইনে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাবেন গ্রামবাসী: প্রধানমন্ত্রী