বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
নিহত সোহেল কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের ছেলে।
স্থানীয়রা জানায়, মোতালেব তালুকদার ও মোহন তালুকদার দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোহন তালকুদার ও তার তিন ছেলে, বহিরাগত লোকজন নিয়ে মোতালেবের ওপর হামলা চালায়। এ সময় তার ছেলে সোহেল এগিয়ে গেলে হামলাকারীরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এলাকাবাসী বাবা-ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে সোহেলের অবস্থা অবনতি হলে বিকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে সোহেল মারা যায়।
শনিবার সকালে ময়নাতদন্ত শেষে সোহেলের লাশ বাড়িতে আনা হবে।
এ ঘটনায় নিহতের মা শিউলি বেগম মামলা দায়ের করার কথা জানিয়েছেন।
তবে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মারামারি ঘটনার ঘটেছে শুনেছি। তবে এ ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা তা তিনি অবগত নন।