প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ইউক্রেন নিয়ে জাতিসংঘের দ্বিতীয় প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে কারণ এটি একটি নির্দিষ্ট দেশকে লক্ষ্য না করে মানবিক সমস্যাগুলো তুলে ধরেছে।
তিনি বলেন, ‘যখন কোনো দেশের বিরুদ্ধে ভোট হয় তখন আমরা বিরত ছিলাম। কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় প্রস্তাবে মানবাধিকারের বিষয়টি এলে বাংলাদেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।’
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩) এর সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: বিমসটেক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
তিনি বলেন, যুদ্ধের কারণে ইউক্রেনের মানুষ কষ্ট পাচ্ছে ও উদ্বাস্তু হচ্ছে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, মানবাধিকারের বিষয়টি জড়িত থাকায় বাংলাদেশ এটির পক্ষে দাঁড়িয়েছে। এটি খুব স্পষ্ট এবং এ বিষয়ে কারও বিভ্রান্তি থাকা উচিত নয়।
শেখ হাসিনা বলেন, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে প্রথম প্রস্তাব উত্থাপিত হলে বাংলাদেশ দেখতে পায় প্রস্তাবে মানবাধিকারের কোনো ইস্যু নেই, যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ নেই। শুধু রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়ার বিষয়টি ছিলো। এটি দেখেই আমি ভোট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, ‘আমাদের দুঃসময়ে রাশিয়া আমাদের পাশে ছিল এবং আমরা অবশ্যই সে দেশের পাশে আছি। তবে তারা যদি অন্যায় কিছু করে তবে আমরা তা মেনে নেব না।’
তবে তিনি বলেছেন, এ যুদ্ধে কে উসকানি দিচ্ছে সেটা দেখতে হবে।
আরও পড়ুন: শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় সর্বদা প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী