বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১১ কোটি ৬৭ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে।
মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, ১৭ লাখ ৫২ হাজার ৯৯১টি ইয়াবা ট্যাবলেট, ২১ দশমিক ২৩ কেজি ক্রিস্টাল মেথ, ৩২ হাজার ১৯৪ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৪২৭ বিদেশি মদ, দুই হাজার ১০৯ ক্যান বিয়ার, দুই হাজার ১২৬ কেজি গাঁজা, ৭ দশমিক ১৩ কেজি হেরোইন, দুই হাজার ২৪৯ ইনজেকশন, ছয় হাজার ৭৬১ বোতল ইসকাফ সিরাপ ও অন্যান্য মাদক জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে ৯ কেজি আইস জব্দ
এছাড়া ২ দশমিক ৭ কেজি স্বর্ণ, ৫৯ দশমিক ৭ কেজি রূপা, এক লাখ ৩৮ হাজার ২২৮টি কসমেটিক্স, ১৩ হাজার ৪২৯ ইমিটেশন জুয়েলারি, আট হাজার ৪৯০ শাড়ি, এক হাজার ৬২৫টি রেডিমেড গার্মেন্টস, তিন হাজার ৬০ ঘনফুট কাঠ, সাত হাজার ৭১৪ কেজি চাপাতা, ১৩ হাজার সাতশ কেজি কয়লা, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, পাঁচটি প্রাইভেট কার/ব্যাটারিচালিত গাড়ি, ১৮টি পিকআপ, ৩০টি সিএনজি/ব্যাটারিচালিত অটোরিকশা এবং ৬৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া তিনটি পিস্তল, দুটি ভিন্ন বন্দুক, পাঁচটি ম্যাগাজিন, পাঁচটি মর্টার শেল, ১৬ রাউন্ড গুলি, ছয়টি ডেটোনেটরস ও ছয়টি আইডি উদ্ধার করা হয়েছে।
চোলচালানের অভিযোগে ২৬৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। ২১৮ জন বাংলাদেশি ও ১৩ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৫
ঢাকা বিমানবন্দরে ৩০ স্বর্ণের বার জব্দ, বিমানের নিরাপত্তা কর্মীসহ আটক ২