সারাদেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির জেরে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। তবে এসময় অনলাইন ক্লাস চলবে এবং আবাসিক হলসমূহ খোলা রাখা হবে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এসময় সবধরনের শিক্ষাগত কার্যক্রম যেমন- ক্লাস, টিউটোরিয়াল, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন অনলাইনের মাধ্যমে চলবে। তবে ফাইনাল পরীক্ষা স্থগিত থাকবে।
যাদের রুটিন হয়েছে, তাদের জন্য পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে অনলাইন নীতিমালার মাধ্যমে ফাইনাল পরীক্ষা নেয়া হবে বলেও এসময় জানানো হয়।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
শাবিপ্রবি শিক্ষার্থীদের দাবি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস শিক্ষামন্ত্রীর