জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে জ্বালানি তেলের দাম আগের অবস্থায় নিয়ে আসা; গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল এবং গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা।
শুক্রবার রাতে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়াও বেড়ে যায়।
আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট বলেন, ‘গণপরিবহন খাতে ভাড়ার নামে নৈরাজ্য চলছে। এটা বন্ধ করতে হবে। পরিবহন মালিকদের তৈরি করা অসহনীয় পরিস্থিতির কারণে যাত্রীদের আগের নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে।’
এই কর্মসূচির পর বামপন্থী জোটের ডাকা আরেকটি কর্মসূচিতে যোগ দিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে যান।