ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রাক্তন স্ত্রীকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ আদেশ দেন।
নিহত লিপা খাতুন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের ফজলু মণ্ডলের মেয়ে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
দণ্ডিত ঠান্ডু মণ্ডল একই গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে তার প্রাক্তন স্বামী ঠান্ডু মণ্ডুল। এ ঘটনায় ঠান্ডুকে প্রধান আসামি করে হরিণাকুণ্ডু থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেন লিপার বাবা ফজলু মণ্ডল।
তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর তিন জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামি ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: কটিয়াদীতে সাবেক ইউপি সদস্য হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন