তিনি বলেন, ‘জীবনে অনেক টিকা নিয়েছি। করোনার এ টিকাও আলাদা কিছু না। আমি এখন মহামারি করোনা ফ্লু মুক্ত; এটা আমার বিশ্বাস।’
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেনশন সেন্টারে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
টিকাদান ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ
করোনার টিকা নিয়ে গুজবের বিষয়ে তিনি বলেন, ‘গুজব তো গুজবই। মহান মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সফল।’
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শি নেতৃত্বের কারণে আমরা দ্রুত করোনা ভ্যাকসিন সংগ্রহ করতে পেরেছি।
টিকা গ্রহণ শেষে কিছু সময় অপেক্ষার পর, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং কোনো পরিবর্তন অনুভব না করার কথা জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মন্ত্রিসভার সদস্য হিসেবে গত ২৮ জানুয়ারি প্রথম টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এরপর গত রবিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান কোভিড- ১৯ এর টিকা নিয়েছেন।
৪০ বছরের বেশি সবাইকে টিকাদানের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
প্রসঙ্গত, রবিবার দেশব্যাপী গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২২১
বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩১৬ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৮ হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।
টিকা নিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি পরীক্ষাগারে ১৩ হাজার ৮৪১টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৬২টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৩০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
মন্ত্রী-এমপিদের আগে টিকা গ্রহণ নিয়ে সমালোচনার আশঙ্কায় খাদ্যমন্ত্রী
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫৫৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৯৩১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৮৯ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।