সোমবার আপিল বিভাগে আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা করোনার টিকা নিয়েছি। টিকা নেয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনো সমস্যা হচ্ছে না। আপনারাও টিকা নিন।’
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ সময় বলেন, ‘আমরা আগামীকাল নেব।’
আরও পড়ুন: করোনার টিকা নিলেন প্রধান বিচারপতিসহ ৫৫ বিচারপতি
ব্যাপক আকারে রবিবার শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনই প্রধান বিচারপতি মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ বিচারপতি করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন।
প্রধান বিচারপতি বিকাল ৩টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন। এছাড়া ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় এবং হাইকোর্ট বিভাগের ৪৮ বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেন।
তার আগে, সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ফেসবুকে প্রধান বিচারপতিকে নিয়ে বিরূপ পোস্ট, আইনজীবীর ক্ষমা প্রার্থনা
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্লুমবার্গ বাংলাদেশকে ২০তম দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে করোনা নিয়ন্ত্রণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুইবার প্রধানমন্ত্রীর প্রশংসা করে চিঠি পাঠিয়েছে।’
জাহিদ মালেক আরও বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ লোক মারা গেছে, তার তুলনায় ভারতে, যুক্তরাষ্ট্রে অনেক লোক মারা গেছে। তারা উন্নত দেশ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্স অনুযায়ী আমরা করোনা ফেইজ আউট পর্যায়ে চলে আসছি। আমাদের এখন ৩ শতাংশ সংক্রমণের হার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডেন্সে বলে ৩ শতাংশের নিচে যখন আসতে থাকে তখন করোনা আস্তে আস্তে দেশ থেকে ফেইজ আউট হয়ে যায়। কাজেই সেই পর্যায়ে চলে আসছি।’
আরও পড়ুন: আদালত বন্ধের ব্যাপারে বিচারপতিদের নিয়ে বসবেন প্রধান বিচারপতি
ভারতের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার ২০ লাখ ডোজ গত ২১ জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছে। এরপর ২৫ জানুয়ারি সেরাম থেকে বাংলাদেশের ক্রয় করা কোভিশিল্ডের প্রথম চালানের ৫০ লাখ ডোজ নিরাপদে ঢাকায় আসে। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে।
গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেয়া হয়।