তিনি বলেন, ‘প্রবীণদের অন-স্পট রেজিস্ট্রেশনের সুবিধা দেয়ার বিষয়টি আমাদের বিবেচনাধীন।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৩৫ লাখ টিকা দেয়ার পর পরিসংখ্যান যাচাই করা হবে। তখন গ্রামের মানুষদের উপস্থিতি কম হলে আগ্রহ বাড়াতে নতুন পদক্ষেপ নেয়া হবে।’
স্বাস্থ্য সচিব বলেন, বেসরকারি হাসপাতালে টিকা দেয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
আরও পড়ুন: করোনার টিকা প্রদানে কেন্দ্রে গিয়ে নিবন্ধন সুবিধা বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
আব্দুল মান্নান বলেন, চমৎকার পরিবেশে টিকা দেয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড টিকা কার্যক্রম। টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। পরের চালান যথাসময়েই আসবে।
তিনি বলেন, সাড়ে পাঁচ লাখ মানুষকে এরই মধ্যে ভ্যাকসিন দেয়া হয়েছে। আজকের দিন হিসাব করলে ৬ লাখের বেশি হবে।
শুধু পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টিকাদান কর্মসূচি ভালোভাবে করা যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যসচিব।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার বলেছেন, করোনার টিকা প্রদানে কেন্দ্রে গিয়ে নিবন্ধন সুবিধা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: যাদু বা ম্যাজিক দিয়ে করোনা নিয়ন্ত্রণ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ ফ্রান্সের
করোনাভাইরাস দূর করতে ভ্যাকসিন নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, ‘টিকা কেন্দ্রগুলোতে ভিড় এড়াতে এবং সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম পরিচালনা করতে বৃহস্পতিবার থেকে অনস্পট নিবন্ধন বাতিল করা হয়েছে। পরবর্তীতে আবারও প্রয়োজন হলে স্ব-শরীরে এসে নিবন্ধন করে টিকা নেয়ার ঘোষণা দেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের অনলাইন নিবন্ধনের চেয়ে অনস্পট নিবন্ধনের সংখ্যা বেড়ে গেছে। এদিকে যারা অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে আসছে, তারা নানা রকম ভোগান্তিতে পড়ছে। অনস্পট নিবন্ধনের কারণে তাদেরকে এসে বসে থাকতে হচ্ছে। বয়স্করাও এসে কষ্ট পাচ্ছে। তাই আজ থেকে টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকবে না।’
সমালোচনাকারীরা আগেই টিকা নিয়ে নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, দিনে দিনে টিকা গ্রহীতার সংখ্যা বেড়েছে। টিকা নিয়ে নানা কথাবার্তা হয়েছিল, সবকিছুকে তোয়াক্কা না করে টিকা কার্যক্রম এগিয়ে যাচ্ছে, যারা সমালোচনা করেছিল, তারাও আগে আগে টিকা নিয়ে নিচ্ছে।