যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের তুলনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ওইসব দেশের চেয়ে ভালো।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রশ্নই আসে না।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, সাংবাদিকরা যাতে এ আইনে হয়রানির শিকার না হয়, সে জন্য আইন মন্ত্রণালয় কাজ করছে। তবে আমেরিকার তুলনায় আমাদের আইন অনেক সহজ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা আইনের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের অনুমতি দেয়, কিন্তু আমাদের আইনে অতো কারাদণ্ড নেই।
আরও পড়ুন: কোনো মতেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা যায় না: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা আইনের সঙ্গে তুলনা করে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল অপরাধের জন্য যদি কারও মৃত্যু হয়, তবে আমেরিকার আইনে তাতে যাবজ্জীবন কারাদণ্ড রাখা হয়েছে। যে কারণে আমাদের আইন তাদের চেয়ে অনেক সহজ।
তিনি বলেন, মানুষকে ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য আইনটি প্রণীত হয়েছে এবং প্রতিটি দেশেই এই ধরনের আইন রয়েছে। অস্ট্রেলিয়ার সাইবার আইন আরও কঠোর।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে তারা আরও সজাগ রয়েছে, যাতে তারা ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে হয়রানির শিকার না হয়।
তিনি বলেন, অতীতের তুলনায় এখন গণমাধ্যমকর্মীরা কম হয়রানির শিকার হচ্ছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পালনকালে বাইরের কোনো হুমকি এলে সাংবাদিকদের সাহসের সঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী জানান, সাংবাদিকদের সহায়তায় সরকার সচেষ্ট, সবসময় কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন: সুলতানার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে: আইনমন্ত্রী