শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
করোনার টিকা নিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই তুলনামূলক মৃতের সংখ্যা কম হয়েছে। যদিও একটি মৃত্যু আমাদের কাম্য নয়। এ সময় এলকার মানুষকে দ্রুত করোনার টিকা নেয়ার আহ্বান জানান মন্ত্রী।
পরে আনিসুল হক স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন।
আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিল থেকে ফেরার পথে বৃদ্ধকে বীভৎসভাবে হত্যা
তিনি বলেন, 'আপনারা সবাই যদি শেখ হাসিনার সাথে থাকেন তাহলে বাংলাদেশের ভবিষ্যত পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।'
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, ইউএনও মোহাম্মদ নূর-এ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’: ওষুধ কোম্পানির প্রতিনিধি গ্রেপ্তার