ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযানের প্রথম দিনে অর্ধশতাধিক এলাকায় এডিস মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ২১ নম্বর ওয়ার্ডভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কলাভবন,সামাজিক বিজ্ঞান অনুষদ,ব্যবসায় প্রশাসন অনুষদ, আন্তর্জাতিক ছাত্রাবাস, রেজিস্ট্রার ভবন, আইবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, হাকিম চত্বর, গুরুদুয়ারা নানকশাহী ও আধুনিক ভাষাবিজ্ঞান ইনস্টিটিউট এলাকায় দুপুর ১টা পর্যন্ত লার্ভিসাইডিং কার্যক্রম চালানো হয়।
আরও পড়ুন: এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮৯, হাসপাতালে ভর্তি ৫
একইভাবে ১৩ নম্বর ওয়ার্ডের নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুলসহ ৮ এলাকায়, ১৫নং ওয়ার্ডের ডিঙ্গি রেস্তোরাঁ হতে শুরু হয়ে আশপাশের সাত এলাকায়, ২৩নং ওয়ার্ডের নবাবগঞ্জ পার্ক ও ইরানি মাঠসহ আশপাশের সাত এলাকায়, ৩৮নং ওয়ার্ডের কাপ্তান বাজার, যোগীনগর, বিসিসি রোড, শশীমোহন বসাক লেনসহ ১০ এলাকায় এবং ৪০ ও ৪৫ নং ওয়ার্ডের ১৭ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রায় ৬৯টি স্থাপনা ও বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। অভিযানে এডিস মশার সেসব আধার ও প্রজননস্থল ধ্বংস করা হয় এবং আগামীতে এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত নতুন ৫ রোগী হাসপাতালে ভর্তি
বৃষ্টির কারণে সীমিত সময়ে কয়েকটি এলাকায় এডাল্টিসাইডিং করা সম্ভব হয়েছে। আগামীকালও অভিযান অব্যাহত থাকবে বলে সিটি করেপোরেশন থেকে জানানো হয়।